HighlightNewsরাজ্য

রাজ্যের আপত্তি উড়িয়ে ডিএ-র দাবিতে নবান্ন অভিযানের অনুমতি দিল হাই কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্যের আপত্তি উড়িয়ে ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠনের নবান্ন অভিযানের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। ডিএ আন্দোলনকারীদের নবান্ন অভিযানে অনুমতি দেয়নি পুলিশ। যার ফলে বৃহস্পতিবার নবান্ন অভিযানের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল কো-অর্ডিনেশন কমিটি-সহ সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন। আজ মঙ্গলবার এই মামলা উঠে ছিল হাই কোর্টের বিচারপতি মান্থার এজলাসে। এদিন বিচারপতি মান্থা রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন, “আন্দোলনকারীরা নিজেদের অসুবিধার কথা জানাতে চাইছে। তা যদি শান্তিপূর্ণ ভাবে হয়, তবে বাধা দেব কেন? রাজ্য এই ধরনের কর্মসূচিতে বিধিনিষেধ আরোপ করতে পারে, কিন্তু বাধা দিতে পারে না।”

এদিন রাজ্যের তরফে প্রশাসনের পক্ষ থেকে আদালতকে বলা হয়, ‘যে পথে মিছিল করার কথা বলা হচ্ছে সেটা জনবহুল এলাকা, সাধারণ মানুষের অসুবিধা হবে। স্কুল ও অফিস যাত্রীর অসুবিধা হবে। ট্রাফিকের অসুবিধা হবে।’ তবে প্রশাসনের সেই যুক্তি শুনে বিচারপতি মান্থা পাল্টা প্রশ্ন করেন, “যে বিধিনিষেধের কথা আপনারা এখানে বলছেন, সেটা রাজ্যের শাসকদলের ক্ষেত্রেও প্রযোজ্য তো? রেড রোড বন্ধ করে যখন কর্মসূচি হয়, মিছিল হয় তখন পুলিশের অসুবিধা হয় না? কিছু দল যখন মিছিল করে তখন গোটা কলকাতা স্তব্ধ হয়ে যায়। আমি শুধু শাসকদলের কথা বলছি না। মানুষ পরিবার নিয়ে রাস্তায় বেরোতে চায়, কিন্তু বেরোতে পারেন না! তখন পুলিশের অসুবিধা হয় না?” এরপর বিচারপতি মান্থা রাজ্যের সরকারি কর্মীদের সংগঠনগুলিকে শর্ত সাপেক্ষে নবান্ন অভিযানের অনুমতি দেন।

Related Articles

Back to top button
error: