টিডিএন বাংলা ডেস্ক: রাজ্য জুড়ে নদীর তীরে গড়ে ওঠা সব ইটভাটা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিল হাই কোর্ট। রাজ্য জুড়ে নদী ও খালগুলির তীর ধরে গড়ে ওঠেছে অসংখ্য ইটভাটা। আর সেই ইটভাটাগুলি বিরুদ্ধে অভিযোগ হল, প্রথমত সেগুলি সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে। দ্বিতীয়ত, এই ইটভাটাগুলির কারণে ওই এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। আর ক্ষতি হচ্ছে নদীর। বর্ষাকালে বন্যা-পরিস্থিতি তৈরি হচ্ছে। এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকে স্থানীয় গ্রামবাসী উত্তমকুমার পাল।
জানা গিয়েছে, উত্তমকুমার পাল কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে অভিযোগ করেন, পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকে রূপনারায়ণ নদীর চরে বেআইনি ভাবে ইটভাটা তৈরি করা হয়েছে। সেই মামলার রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বলে অবিলম্বে রাজ্য জুড়ে নদীর তীরে গড়ে ওঠা সব ইটভাটা বন্ধ করতে হবে। সেগুলি ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়। এমনকি এরজন্য যে খরচ হবে সেটাও ওই ভাটা মালিকদের কাছ থেকে রাজ্য সরকার আদায় করতে পারবে বলে জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি এত দিন ধরে সরকারি জমি বেদখল হয়ে থাকার পরেও সরকার কেন কোনো পদক্ষেপ করছে না সেই প্রশ্নও তোলেন বিচারপতিরা।