HighlightNewsদেশ

হাইকোর্ট পেল নতুন প্রধান বিচারপতি

টিডিএন বাংলা ডেস্ক : কলেজিয়ামের সিদ্ধান্তেই মান্যতা দিল কেন্দ্রীয় সরকার। বেশ কয়েকটি রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি বদল হতে চলেছেন। অনেকগুলি রাজ্যের হাইকোর্টে নয়া বিচারপতি নিয়োগে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
হাইকোর্টে প্রধান বিচারপতি নিয়োগের তৎপরতা হিসাবে কেন্দ্রের কাছে কিছু নাম সুপারিশ করে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। সেই মতো মেঘালয়, তেলাঙ্গানা, মধ্যপ্রদেশ, কর্নাটক, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, সিকিম এবং ছত্তিশগড় হাইকোর্টেও নয়া প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন। এক নজরে দেখে নেব কে কে রয়েছেন সেই তালিকায়।
নতুন হাইকোর্টের দায়িত্বে এলেন যেসব বিচারপতিরা-
• রাজস্থান হাইকোর্ট- বিচারপতি অনিল কুরেশি
• ত্রিপুরা হাইকোর্ট- বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি
• হিমাচল প্রদেশ হাইকোর্ট- বিচারপতি মহম্মদ রফিক
• সিকিম হাইকোর্ট- বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার
• ছত্তীশগড় হাইকোর্ট- বিচারপতি একে গোস্বামী
• কলকাতা হাইকোর্ট- বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব
• মেঘালয় হাইকোর্ট- বিচারপতি রঞ্জিত ভি মোরে
• তেলেঙ্গনা হাইকোর্ট- বিচারপতি সতীশ চন্দ্র শর্মা
• মধ্যপ্রদেশ হাইকোর্ট- বিচারপতি আর ভি মালিমথ
• কর্নাটক হাইকোর্ট- বিচারপতি ঋতুরাজ অবস্থি
• গুজরাত হাইকোর্ট- বিচারপতি অরবিন্দ কুমার
• অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট- বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র

Related Articles

Back to top button
error: