HighlightNewsরাজ্য

শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে ছাত্র সংসদ ভোট ও র‌্যাগিং বিরোধী ব্যবস্থা করার নির্দেশ দিল হাই কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে ছাত্র সংসদ ভোট ও র‌্যাগিং বিরোধী ব্যবস্থা করার নির্দেশ দিল হাই কোর্ট। দীর্ঘ দিন ধরে রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যেভাবে অশান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে তা নিয়ন্ত্রণ করতে অবিলম্বে কলেজ বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

গতকাল মঙ্গলবার রাজ্য সরকারকে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ জানিয়েছে, যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রভোট হয়নি, সেখানে সব দিক খতিয়ে দেখে নির্বাচনের আয়োজন করতে হবে। পাশাপাশি র‌্যাগিং এর প্রতিরোধের জন্য একটি র‌্যাগিং বিরোধী কমিটি গঠন করারও নির্দেশ দিয়েছে।

Related Articles

Back to top button
error: