HighlightNewsদেশ

কর্নাটকের হিজাব বিতর্কের আঁচ সংসদে, ঝাঁঝালো বক্তব্য অধীরের

টিডিএন বাংলা ডেস্ক : হিজাব বিতর্কে উত্তপ্ত কর্ণাটক। সেই উত্তাপের আঁচ পড়ল দিল্লিতেও। এই ইস্যুতে ঝাঁঝালো বক্তব্য রাখেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী।

অধীরের বক্তব্য, সংসদীয় কক্ষের মধ্যে সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস-এর কথা বলা হয়। কিন্তু দেশের কিছু অঞ্চলে ধর্মীয় গোঁড়ামি এবং রক্ষণশীলতার নামে বিভাজনের চেষ্টা চালানো হচ্ছে। অনেকেই হিন্দু সনাতনী রীতি মেনে কপালে তিলক কাটেন। সেইরকমই মুসলিম মহিলারা হিজাব পড়ে থাকেন। এটা তাদের ধর্মীয় আস্থার বিষয়।”

এর উত্তরে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি বলেন, কেন্দ্রীয় সরকার এই বিষয়টি সম্পর্কে অবগত। তবে স্কুলে যদি কোনও ড্রেসকোড থাকে, তার সবাই মেনে চলতে বাধ্য। এখানে ধর্মীয় রীতিনীতি মান্যতা পাবে না। স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।” কর্নাটকের বিজেপি সাংসদ শিবকুমার উদাসি বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। তাই এই নিয়ে সংসদে কোনও আলোচনা করা ঠিক নয়।” এই কথা শুনে তীব্র ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেসসহ বিরোধীরা। লোকসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস সহ ডিএমকে, আইইউএমএল, এনসিপি, বসপা, সপা, জেএমএম, ন্যাশনাল কনফারেন্স সহ একাধিক বিরোধীদল। যদিও তৃণমূলের কোনও সাংসদ ওয়াকআউটে সামিল হন নি।

কর্ণাটকের এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেন, “পড়াশোনা ও হিজাবের মধ্যে একটিকে বেছে নেয়া হচ্ছে। এটা মারাত্মক। এ তো সেই কে বেশি কাপড় পড়ে, কে কম সেটাই ফিরিয়ে আনা হচ্ছে।”

Related Articles

Back to top button
error: