HighlightNewsদেশ

কর্নাটকের হিজাব বিতর্কের জের, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

টিডিয়েট বাংলা ডেস্ক : কর্নাটকের হিজাব বিতর্ক কিছুতেই মিটছে না। উল্টে বিতর্ক আরও বাড়ছে। এই সবের মাঝে এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই।

ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকারি কলেজ গুলি পোশাক বিধির পুরনো নির্দেশিকা মেনে চলবে। পরে সরকারি তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয়, শিক্ষা আইন অনুযায়ী প্রত্যেককে একই রকম ড্রেস পরতে হবে। এমন কোনও পোশাক বা কিছু পরা যাবে না, যার সাম্য-একতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে। কিন্তু ওই নির্দেশিকার পরেও বিতর্ক থামছে না। কালাবুরগি, উদুপিতে হিজাব পরিহিত কয়েকজন ন্যায় বিচার চেয়ে পথে নামেন। অন্যদিকে উদুপিতে একদল পড়ুয়া কলেজ ইউনিফর্ম এর ওপর গেরুয়া স্কার্ফ পড়ে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে কলেজে যান। এই হিজাব বিতর্ক নিয়ে বড়সড় কোন সাম্প্রদায়িক অশান্তি এড়াতে সতর্ক পুলিশ প্রশাসন।

কর্নাটকের বিজেপি সভাপতি নলিন কুমার কাতিল জানান, স্কুলে হিজাব বা এই ধরণের পোশাকের কোনও স্থান নেই। স্কুল হলো দেবী স্বরস্বতীর মন্দির। সেখানে তালিবানি কাজকর্ম চলবে না।” পদ্ম বিধায়ক বাসনাগৌরা পাতিল ইয়াতনালের দাবি, ছাত্রীদের হিজাব পরার দাবি মানলে ওরা বোরখা পরার অনুমতি চাইবে। তারপরি স্কুলে মসজিদ বানাতে চাইবে। বিজেপি সাংসদ প্রতাপ সিনহা আরও এক ধাপ এগিয়ে বলেন, হিজাব, বোরখা, মুসলিম প্যান্ট, এইসব পড়তে চাইলে মাদ্রাসা যাও। মুসলিমরা সবকিছু নিজেদের মর্জি মতো চাইলে ১৯৪৭ এর দেশভাগের পর যে দেশ তৈরি হয়েছিল সেখানে যাও। এখানে থাকলে এ দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা করতে হবে।

Related Articles

Back to top button
error: