HighlightNewsদেশ

ইতিহাস মুছে দেওয়া যায় না, দেশে আগুন জ্বালাতে পারিনা, নাম পরিবর্তনের দাবি খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: অতীত ইতিহাসের কথা বলে ইতিহাসের একটা নির্দিষ্ট অধ্যায় মুছে দেওয়া যায় না। তাহলে দেশে আগুন জ্বলতে পারে এমনই আশঙ্কার কথা জানিয়ে শহরের নাম পরিবর্তনের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দেশের বিভিন্ন শহর, স্টেশন বা অন‍্যান‍্য স্থানের নাম অতীতের আক্রমণকারীদের নামে নামকরণ করা হয়েছে। আর সেই কারণে কমিশন গঠন করে সেগুলোর নাম পরিবর্তন করে দেওয়া উচিত। এমনই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। মামলাটি ওঠে সুপ্রিমকোর্টের বিচারপতি কে এম জোসেফ ও বিভি নাগারত্নের বেঞ্চে। সোমবার সেই মামলার শুনানিতে সুপ্রিমকোর্টের দুই বিচারপতির বেঞ্চ মামলাটি খারিজ করে দিয়েছেন।

বিচারপতিরা তাদের রায়ে বলেন, “এটা সত্যি যে একটা সময় আক্রমণকারীরাই আমাদের দেশ শাসন করেছিল। কিন্তু তার জন্য ইতিহাসের একটা নির্দিষ্ট অধ্যায় মুছে দেওয়া যায় না। দেশের ইতিহাস কখনই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ভয় দেখাতে পারে না।” তারা আরও বলেন, “ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। আর হিন্দুত্ব শুধু একটি ধর্ম নয়, জীবন যাপনের উপায়ও। হিন্দু ধর্মের মধ্যে কোনও গোঁড়ামি নেই। তাই অযথা এমন অতীত খুঁড়ে বের করবেন না, যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। দেশে আগুন জ্বালাতে পারি না আমরা।”

Related Articles

Back to top button
error: