HighlightNewsআন্তর্জাতিক

ডেনমার্কে পুলিশের উপস্থিতিতে পোড়ানো হল পবিত্র কোরআন! অভিযোগ এক চরমপন্থী রাজনিতীকের বিরুদ্ধে

টিডিএন বাংলা ডেস্ক : ডেনমার্কের উগ্র চরমপন্থী স্টার্ম কুর্স পার্টির নেতা রাসমুস পালুদান পুলিশের সহযোগিতায় পবিত্র কুরআন শরীফ আগুনে পুড়িয়েছে। সুইডেনের মুসলিম অধ্যুষিত এলাকায় পালুদান এই জঘন্য অপকর্ম করেছে। পালুদান পুলিশকে সঙ্গে নিয়ে মুসলিম অধ্যুষিত লিঙ্কোপিং এলাকার একটি খোলা ময়দানে যায় এবং নির্বিঘ্নে কুরআন শরীফের একটি খণ্ডে আগুন লাগিয়ে দেয়।

কয়েকশো মুসলমান সেখানে জড়ো হয়ে এ ঘটনার  প্রতিবাদ জানান এবং পুলিশকে পবিত্র কোরআনে আগুন লাগানোর ব্যাপারে উগ্র পালুদানকে সহযোগিতা না করার আহ্বান জানান। কিন্তু পুলিশ মুসলমানদের অনুরোধ উপেক্ষা করে চরমপন্থী পালুদানকে নির্বিঘ্নে কুরআন পোড়ানোর ব্যাপারে সহযোগিতা করে। এতে উপস্থিত মুসলমানরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করেন।

এর আগে পালুদান ২০১৯ সালে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল-কোরআনে আগুন লাগিয়ে শূন্যে ছুঁড়ে দেয়। এ ঘটনায় ২০২০ সালের সেপ্টেম্বর মাসে দুই বছরের জন্য তার সুইডেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই বছরের অক্টোবর মাসে জার্মানিতেও তাকে কিছু সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। উগ্র পালুদান অভিবাসন বিরোধী এবং মুসলমানদেরকে ডেনমার্ক থেকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছে। সূত্র- পার্স টুডে

Related Articles

Back to top button
error: