টিডিএন বাংলা ডেস্ক : রোমানিয়া আর হাঙ্গেরি শুধু নয়। দ্রুত ভারতীয়দের দেশে ফেরাতে পোল্যান্ডকেও বেছে নেওয়া হতে পারে। এমনই ভাবনা কেন্দ্রের।
বৃহস্পতিবার ভোরে পুতিন যুদ্ধ ঘোষণার পরেই ও সামরিক বিমান যাতায়াতের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ইউক্রেন। তারপর থেকেই রোমানিয়া আর হাঙ্গেরি দিয়ে মুম্বই ও দিল্লিতে ফেরানো হচ্ছে ভারতীয়দের। ভারতীয় দূতাবাসের তরফে তাদের বুখারেস্ট এবং বুদাপেস্টে নিয়ে যাওয়া হচ্ছে। এবার সম্ভবত পোল্যান্ড থেকেও দেশে ফিরতে পারবেন ভারতীয়রা। পোল্যান্ড সরকার জানিয়েছে, রুশ আগ্রাসনের কারণে যেসব ভারতীয় পড়ুয়া বা চাকরিরত নাগরিক ইউক্রেন ছেড়ে বের হতে চান, তাদের ভিসা ছাড়াই সে দেশে ঢুকতে দেওয়া হবে। ভারতীয়দের সাহায্য করতে পোল্যান্ড সব রকম ভাবে প্রস্তুত। এমন আশ্বাস দিয়েছেন পোল্যান্ডের ভারতীয় রাষ্ট্রদূত নাগমা মালিক।
ইউক্রেনের রাজধানী শহর থেকে পোল্যান্ড এর দূরত্ব মোটামুটি ৫০০ কিমি। সীমান্ত ঘেষা এলাকাতেও বেশ কয়েকটি মেডিক্যাল কলেজে রয়েছেন ভারতীয় পড়ুয়ারা। প্রাণ বাঁচাতে অনেকেই পোল্যান্ডের দিকে যেতে শুরু করেছেন। এবার ভিসা ছাড়াই সে দেশে ঢোকার অনুমতি দিল পোল্যান্ড সরকার।