করোনায় রাশ টানতে রাত ৯ টা থেকে বিধি কার্যকরের ভাবনা

টিডিএন বাংলা ডেস্ক : দুর্গাপুজো যেতেই সংক্রমণের বাড়বাড়ন্ত। করোনাকে বাগে আনতে তৎপর হল নবান্ন। ইতিমধ্যেই রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাস্তায় চলাফেরার ওপর কড়াকড়ি শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, আগামী দিনে রাত্রি ৯টা থেকে বিধি কার্যকর করতে চায় নবান্ন।

নবান্নের এক পদস্থ আমলা বলেন, পুজোর সময় করোনাবিধি মারাত্মকভাবে অবহেলিত হয়েছে। রাস্তাতে, পুজোমণ্ডপে কাতারে কাতারে ভিড়। মুখে মাস্ক-এর বালাই নেই। নাগরিকদের উদাসীনতার জন্য ফের মাথাচাড়া দিয়েছে করোনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসেন প্রশাসনের শীর্ষ কর্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা প্রশাসনকে বাড়তি তৎপর হতে বলেছেন মুখ্য সচিব। প্রশাসনকে আরও একটি বিষয় ভাবাচ্ছে। তা হল, এখন যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই ভ্যাকসিনের ২টি ডোজই নিয়েছেন। পাশাপাশি মাস্ক-এর ব্যবহার নিশ্চিত করতে পুলিশকে আরও বেশি সক্রিয় হতে বলা হয়েছে।

এছাড়া রাত্রিকালীন বিধি-নিষেধের সময়সীমা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বিধি-নিষেধ শুরু হচ্ছে রাত ১১টা থেকে। প্রশাসন সূত্রে খবর, আগামী দিনে তা আরও দু’ঘন্টা আগে কার্যকর করতে চান তারা। ৪ তারিখ কালীপুজো। তার আগে ৩০ অক্টোবর ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নবান্নের ওই আমলা।