HighlightNewsরাজ্য

শহরে হাইড্রোজেন চালিত বাস নামানোর ভাবনা রাজ্যের

টিডিএন বাংলা ডেস্ক : পেট্রোল-ডিজেলের দাম যেভাবে বেড়েছে, তাতে দুশ্চিন্তা বেড়েছে রাজ্যের। তাই গণপরিবহণ ব্যবস্থাকে টিকিয়ে রাখতে ইলেকট্রিক বাসের উপর গুরুত্ব দিচ্ছে পরিবহণ দফতর। পাশাপাশি হাইড্রোজেন চালিত বাস নামানোর কথা ভাবছে তারা।

পরিবহণ দফতর সূত্রে খবর, ৩২০টি বাসকে সিএনজিতে বদল করা হবে। ১৭৫টি ব্যাটারি চালিত বাস রাস্তায় নামানো হবে। তাছাড়া ব্যাটারি ও হাইড্রোজেন চালিত বাস তৈরি করে, এমন পাঁচটি সংস্থার সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে। উত্তরপ্রদেশের একটি সংস্থা কলকাতা তথা পশ্চিমবঙ্গের রাস্তায় হাইড্রোজেন চালিত বাস নামাতে চেয়ে আর্জি জানিয়েছে। কৃষিজাত বজ্র থেকে তৈরি হয় হাইড্রোজেন গ্যাস। এটি পরিবেশবান্ধব, তাছাড়া খরচও কম। প্রথম ধাপে নিউটাউনে এই ধরনের বাস নামাতে আগ্রহী রাজ্য।

বুধবার বেসরকারি বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বৈঠক করবেন। ওই বৈঠকে বাস ভাড়া নিয়ে আলোচনার পাশাপাশি গণপরিবহণ ব্যবস্থাকে টিকিয়ে রাখতে সরকার কী কী ভাবছে, তার ব্লুপ্রিন্ট বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সামনে পেশ করা হবে। এমনটাই খবর প্রশাসন সূত্রে।

Related Articles

Back to top button
error: