বিভাজন নয় , প্রধানমন্ত্রীকে ঐক্যের আহ্বান জানালেন আসানসোলের ইমাম

টিডিএন বাংলা: উগ্র সাম্প্রদায়িকতা তার তরুণ সন্তানকে কেড়ে নিয়েছিল কয়েক বছর আগে। সন্তান হারার বেদনা বুকে চেপে উত্তেজিত জনতাকে সতর্ক করতে সম্প্রীতির আহ্বান জানিয়েছিলেন আসানসোলের বড় মসজিদের ইমাম এমদাদুল্লাহ রাশিদী। সেই সময় তাঁর হৃদয়ের গভীর থেকে পেশ করা আকুতি সাড়া ফেলেছিল গোটা দেশজুড়ে। মৃত সন্তানের লাশ দাফন করেই উত্তেজিত জনতাকে শান্ত করতে তিনি যে ভাষণ দিয়েছিলেন তা আজও মানুষের স্মৃতিতে জাগ্রত আছে। তিনি বলেছিলেন আমার সন্তান সম্পূর্ণ নির্দোষ। তাকে যারা হত্যা করেছে তারা অন্যায় করেছে। কিন্তু তার প্রতিশোধ নিতে গিয়ে অন্য কোন নির্দোষ মানুষের সামান্য ক্ষতি হোক তা তিনি চান না। তিনি সকলকে সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন।

আজ ২০২১ এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে আবারও রাজ্য জুড়ে চলছে বিভাজনের রাজনীতি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নানান ভাবে বিভাজনের তাস খেলার চেষ্টা করছেন।

তাই আসানসোলের ইমাম সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আবেদন জানিয়ে বলেছেন বিভাজন নয় সম্প্রীতি ও ঐক্যের মধ্য দিয়েই দেশ এগিয়ে যেতে পারে। তিনি বলেন, নির্বাচনী প্রচারে নেতাদের উচিত উন্নয়নের খতিয়ান পেশ করা। ভোট চাওয়ার মাপকাঠি হোক উন্নয়ন। মানুষকে কে কতটা সেবা দিতে পেরেছে, কে দেশের উন্নতির জন্য বেশি কাজ করতে পেরেছে তার নিরিখে ভোট প্রার্থনা করা হোক। ভোট প্রার্থনার মাপকাঠি যদি ধর্ম হয়, সম্প্রদায় হয়, গোষ্ঠীস্বার্থ হয় তাহলে তা দেশের জন্য ভয়ঙ্কর হবে। রামনবমীর মিছিলে উত্তেজনাকে কেন্দ্র করে আসানসোলে যে হিংসা ছড়িয়ে পড়েছিল তারই আঘাতে প্রাণ যায় এমদাদুল্লাহ রাশেদীর পুত্র সিবগাতুল্লাহ রাশিদির। সিবগাতুল্লাহ ছিলেন কোরআনের হাফেজ। সেবছর সে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। এরকম এক তরুণ পুত্রকে হারানোর পরও প্রতিশোধ না দিয়ে সম্প্রীতির আহ্বান জানিয়েছিলেন আসানসোলের ইমাম। আজও তিনি সব মানুষকে হিংসা-বিদ্বেষ মুক্ত হয়ে দেশ ও মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।