টিডিএন বাংলা ডেস্ক : আদিবাসী তরুণীকে নগ্ন করে বেদম মারধর করেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির আত্মীয়রা। অভিযোগ, বিবস্ত্র অবস্থায় ওই তরুণীকে গোটা গ্রামে প্যারেড করানো হয়। বছর একুশের মেয়েটির অবস্থা সঙ্কটজনক।
বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে রাজস্থানের প্রতাপগড় জেলায়। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, তরুণীকে বিবস্ত্র করছেন তাঁর স্বামী নিজেই। তারপর মারধর করা হচ্ছে তাঁকে। নগ্ন তরুণীকে হিড়হিড় করে টেনে গোটা গ্রাম ঘোরানো হচ্ছে।
ঘটনার ভিডিও ভাইরাল হতেই গ্রামে পৌঁছেছেন প্রতাপগড়ের এসপি। একই সঙ্গে বাঁশওয়াড়া রেঞ্জের আইজিও বিষয়টি আমলে নিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতারও করা হয়েছে।
এই ঘটনা প্রতাপগড় জেলার ধারিয়াবাদ শহরের পাহাড়দা গ্রামের এবং চারদিনের পুরোনো বলে জানা গেছে। এক বছর আগে বিয়ে হয় ওই তরুণীর। শ্বশুরবাড়ির সন্দেহ ছিল মেয়েটি পরকীয়ার সম্পর্কে রয়েছে। পাশের গ্রামের এক যুবকের সঙ্গে তরুণীর সম্পর্ক রয়েছে বলে খবর রটানো হয়। তরুণীর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, ওই প্রেমিকের সঙ্গে নাকি পালানোর চেষ্টা করেছিল তরুণী। কিন্তু তাকে ধরে ফেলা হয়। তারপরেই মারধর করে নগ্ন প্যারেড করানো হয় গোটা গ্রামে।
রাজস্থানের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) উমেশ মিশ্র বলেছেন, তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তরুণীর শ্বশুরবাড়ির লোকজনদের জেরা করা হচ্ছে। মেয়েটিকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে সকলের সামনে বিবস্ত্র করা হয়। তার আর্ত চিৎকার সত্ত্বেও কেউ এগিয়ে আসেনি। এমন লজ্জাজনক ঘটনার তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ডিজিপি জানিয়েছেন, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ৬ জনের টিম তৈরি হয়েছে। ওই টিমের নেতৃত্ব দিচ্ছেন প্রতাপগড়ের পুলিশ সুপার অমিত কুমার। অভিযুক্তদের সকলকেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি। সূত্র – দ্য ওয়াল