মার্কিন সেনার কাবুল ছাড়ার দিনই ভারত-তালিবান বৈঠক

টিডিএন বাংলা ডেস্ক : মঙ্গলবার আফগান মুলুক ছেড়েছে মার্কিন সেনার শেষ ব্যাচ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেই দিনই তালিবানদের সঙ্গে কাতারের রাজধানী শহর দোহাতে বৈঠকে বসে ভারত। আলোচনায় কী উঠে এল?

দোহায় তালিবান শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করলেন দিল্লির দূত দীপক মিত্তল। আফগানভূমি দখলের পর তাদের সঙ্গে ভারতের কোনও প্রতিনিধির এটাই প্রথম বৈঠক। সূত্রের খবর, তালিবানদের তরফ থেকেই দিল্লির সঙ্গে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। ভারতের বিদেশ মন্ত্রক সিদ্ধান্ত নেয়, তালিবান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন কাতারে ভারতের রাষ্ট্রদূত দীপক। তাঁর সঙ্গে কথা বলেন দোহায় নিযুক্ত তালিবানের শীর্ষস্থানীয় নেতা শের মহম্মদ স্ট্যানেকজাই।

বৈঠকে কী আলোচনা হয়? সূত্রের খবর, দুজনের মধ্যে আগামিদিনের নীতি নির্ধারণ নিয়ে কথাবার্তা হয়। আফগানিস্তানে এখনও যেসব ভারতীয় আটকে আছে কিংবা আফগানিস্তানের যারা ভারতে আসতে চান, আলোচনা হয়েছে সেই প্রসঙ্গেও। তালিবানদের তরফে ভারতের দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আফগান পরিস্থিতি নিয়ে ভারত রীতিমতো উদ্বিগ্ন। সেই বিষয়ে শীর্ষ তালিবান নেতাকে অবগত করা হয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে, আফগানিস্তানের মাটিতে যাতে কোনও জঙ্গি গোষ্ঠী ব্যবহার করে ভারত-বিরোধী কার্যকলাপ সংঘটিত করতে না পারে, তা তাদের নিশ্চিত করতে হবে। অন্যদিকে, তালিবান নেতা স্ট্যানেকজাই দিল্লির দূতকে সব ধরনের আশ্বাস দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এটা আসলে নাম না করে পাকিস্তানের উদ্দেশ্যেই মন্তব্য করা হয়েছে।

তালিবানের বিষয়ে প্রথম থেকেই ‘ধীরে চলো নীতি’ নিয়ে এগোচ্ছিল। অবশেষে মঙ্গলবার প্রথমবার তালিবানের সঙ্গে সামনাসামনি কথা হল ভারতের।