ধর্ষণ ও খুনে অভিযুক্তর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার রেল লাইনে

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : বৃহস্পতিবার হায়দরাবাদে একটি ৬ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করে প্রতিবেশী এক যুবক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। এমনকি এই ঘটনার তীব্র নিন্দা করে বুধবার তেলেঙ্গানার শ্রমমন্ত্রী মাল্লা রেড্ডিকে বলতে শোনা যায়, ‘অভিযুক্ত ধরা পড়লেই তাকে এনকাউন্টার করে মারা হবে। এই মন্তব্যে কিছু পরই নয়া মোড় ঘটনায়। বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশ থেকে উদ্ধার হল ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত পাল্লাকোণ্ডা রাজুর মৃতদেহ। পুলিশের অনুমান আত্মহত্যাই করেছে সে।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে তেলেঙ্গানার ওয়ারাঙ্গালের রেল লাইনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশকে খবর দেওয়া হলে তাঁরা মৃতদেহের হাতে থাকা ট্যাটু ও হেয়ার স্টাইল দেখে চিনতে পারে সাইদাবাদ ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তকে। তবে চূড়ান্তভাবে নিশ্চিত হতে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।
এই প্রসঙ্গে হায়দরাবাদের পুলিশ সুপার অঞ্জিনি কুমার জানিয়েছেন, উদ্ধার হওয়া মৃতদেহের সঙ্গে ওই সাইদাবাদ ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্তের অনেক মিল ছিল। কিন্তু তারপরেও মৃতদেহের কিছু পরীক্ষা করা হয় এবং তখনই আমরা নিশ্চিত হই। এরপরই তেলেঙ্গানা পুলিশের ডিরেক্টর জেনারেল ঘটনাটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আনেন।

এই ঘটনা প্রসঙ্গ বুধবার তেলেঙ্গানা শ্রম মন্ত্রী মহিলা মাল্লা রেড্ডি বলেন যে, ওই অপরাধীকে খুঁজে পাওয়া গেলে তাঁকে গুলি করে মারা হবে। এরপরই উদ্ধার হল মূল অভিযুক্তের মৃতদেহ। কীভাবে ওই যুবকের মৃত্যু হল এবং তাতে পুলিশের কোনও ভূমিকা আছে কিনা এইসব নিয়ে ইতিমধ্যেই মাথাচারা দিচ্ছে একাধিক প্রশ্ন।