রাহুল গান্ধীকে ফের জেরা শুরু ইডির দপ্তরে, প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের

টিডিএন বাংলা ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে রাহুল গান্ধীকে ফের জেরা করা শুরু করেছেন আধিকারিকরা। আজ পঞ্চমদিন। এর আগে সোমবার প্রায় ১২ ঘণ্টা জেরা করা হয়েছিল রাহুলকে। দুপুর ১২টার দিকে ইডি অফিস থেকে বেরোন তিনি। এই মামলায় ২৩ জুন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।

রাহুলকে গত সপ্তাহে সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা ৩০ ঘন্টা এবং সোমবার ১২ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকরা। অর্থাৎ গত চারদিনে দিনে রাহুলকে প্রায় ৪২ ঘণ্টা জেরা করা হয়েছে। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন কংগ্রেসের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার কংগ্রেসের সমস্ত সাংসদ ও বিধায়কদের দিল্লিতে আহ্বান জানানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস।

ইতিমধ্যেই দলের সদর দফতরে
বিক্ষোভ প্রদর্শন করা শুরু করেছেন কংগ্রেস নেতারা। দিল্লির স্থানীয় ও জাতীয় স্তরের নেতারা এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত রয়েছেন।রাহুলের বিরুদ্ধে ইডির তদন্তকে এদিন কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক কুটিলতা হিসাবে বর্ণনা করেছেন বিক্ষোভরত কংগ্রেস নেতারা। তবে আগামীদিনে এর প্রতিবাদে কংগ্রেস কী কর্মসূচি গ্রহণ করবে তা এখনও জানানো হয়নি।