HighlightNewsরাজ্য

রক্ষকই ভক্ষক! বিএসএফের হাতে ধর্ষিত মহিলা কনস্টেবল, অভিযোগ নদিয়ায়, সরব মুখ্যমন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক: রক্ষকই শেষ পর্যন্ত পরিণত হলেন ভক্ষকে! বিএসএফ জওয়ানের হাতে ধর্ষিত হলেন বিএসএফের ক্যাম্পেরই একজন মহিলা কনস্টেবল! এমনই অভিযোগ উঠল নদিয়ার কৃষ্ণগঞ্জের বিএসএফের ক্যাম্পে। ওই ক্যাম্পেরই এক মহিলা কনস্টেবল অভিযোগ করেছেন ক্যাম্পের ভিতরেই তাকে ধর্ষন করেছেন এক বিএসএফ জওয়ান। তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। পাশাপাশি এই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ একটি ‘জ়িরো এফআইআর’ দায়ের করেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমার কাছে খবর এসেছে, এক মহিলা ধর্ষিতা হয়েছেন। একজনকে (কোচবিহারের প্রেমকুমার বর্মণ) ১৮০টি ছররা গুলি মেরেছে। এসপিকে বলছি দেখতে। কাউকে ছেড়ে দেওয়া যাবে না।’

উল্লেখ্য বর্তমানে ওই মহিলা এসএসকেএমে ভর্তি আছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে আদালতে অভিযোগকারিণীর গোপন জবানবন্দিও নথিভুক্ত হয়েছে। এছাড়াও রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, ‘কৃষ্ণগঞ্জ থানা এলাকার একটি বিএসএফ ক্যাম্পে এ রকম ঘটনা ঘটেছে বলে শুনেছি। খুবই নিন্দনীয় ঘটনা। দেশকে পাহারা দেওয়ার দায়িত্ব যাঁদের কাঁধে, তারাই যদি এমন ন্যক্কারজনক ঘটনা ঘটায়, মহিলা কর্মীর চরম সম্মানহানি করে-তাহলে কী বার্তা যাবে দেশবাসীর কাছে? স্বরাষ্ট্রমন্ত্রী এবার কী বলবেন?’

Related Articles

Back to top button
error: