HighlightNewsদেশ

কেরল বিধানসভায় কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার ৩৬দিন ধরে দিল্লির সীমান্ত অঞ্চলগুলিতে বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন ৪১টি কৃষক সংগঠনের হাজার হাজার সদস্যরা। গতকাল কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনগুলির সদস্যদের প্রতিনিধিদের মধ্যে সপ্তম দফার বৈঠকেও কোন সমাধান সূত্র পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে কেরল বিধানসভায় বিজেপি সাংসদের কোন প্রতিবাদ ছাড়াই আজ কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস হয়ে গেল। কি প্রস্তাবে বলা হয়েছে কৃষকদের বাস্তবিক চিন্তার বিষয় গুলিকে দূর করা উচিত এবং কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহার করা উচিত।

একদিকে দেশজুড়ে বিভিন্ন কৃষি সংগঠনগুলি কেন্দ্রের নতুন কৃষি আইনের প্রতিবাদ করে চলেছে, আর অপরদিকে, বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কেন্দ্রের এই কৃষি আইনের লাগাতার বিরোধিতা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আজ কিরল বিধানসভায় এলডিএফ এবং ইউডিএফ দুটি দলের সমর্থনের পাশাপাশি কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করা হয়েছে। এদিনের অধিবেশন চলাকালীন এই প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপি সাংসদ ওলানচেরি রাজগোপাল।যদিও এই প্রস্তাবের বিরুদ্ধে তিনি মত দান করেন কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি।

এদিনের অধিবেশন চলাকালীন কৃষি আইন এর বিরুদ্ধে কেরল বিধানসভায় আনা প্রস্তাব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, দেশ এখন কৃষি আইন এর বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের সাক্ষী। তার অভিযোগ সংসদে পাস হওয়া কৃষি আইন শুধুমাত্র কৃষক বিরোধী নয় কর্পোরেট সমর্থকও বটে।

প্রসঙ্গত,বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলতে থাকা কৃষক আন্দোলন চলাকালীন এখনো পর্যন্ত প্রায় ৩২ জন কৃষকের মৃত্যু হয়েছে। পাশাপাশি কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে এবং কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং পাঞ্জাব বিধানসভায় একটি প্রস্তাব পেশ করেন যা ইতিমধ্যেই পাস হয়েছে।

Related Articles

Back to top button
error: