বাবার সঙ্গে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো বাদশাপ‍ুত্রকেও

টিডিএন বাংলা ডেস্ক : তাঁকে এক ঝলক দেখতে মন্নতের সামনে কালো মাথার সারি। নিশ্চয়তা নেই, বলিউড বাদশার সঙ্গে দেখা হবে কীনা। এখন সেই অসহায় বাবা ছেলেকে একঝলক দেখার জন্য এনসিবির কাছে অন‍ুনয় বিনয় করছেন। রবিবার অবশেষে একপলকের জন্য ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে পারেন শাহর‍ুখ। মাদককাণ্ডে এখন এনসিবির হেফাজতে বাদশাপ‍ুত্র। এই ম‍ুহ‍ূর্তে বেশ কিছ‍ু কথা শেয়ার করেছেন বাবার সম্পর্কে।

এনসিবি আধিকারিকদের আরিয়ান জানিয়েছেন, তাঁর বাবা খ‍ুব ব্যস্ত। সারাদিন দম ফেলার ফ‍ুরসৎ থাকেনা। এমনকী ছেলের সঙ্গে দেখা করতেও সময় পেতেন না। বাবার সঙ্গে দেখা করার জন্য ছেলে আরিয়ানকেও অ্যাপয়েনমেন্ট করতে হতো।

এনসিবি হেফাজতে কেমন কাটছে আরিয়ানের? স‍ূত্রের খবর, স্টার কিড সেখানে ডাল, প‍ুরী, ভাজি, চাওল, সব্জি, পরোটা খাচ্ছেন। গ্রেফতার হওয়ার পর তিনি কোনও বিশেষ স‍ুবিধা পাচ্ছেন না। ব্যতিক্রম পোশাক। স‍ুন্দর স‍ুন্দর স্টাইলিশ পোশাক আসছে মন্নত থেকে। কিন্ত‍ু খাবারের ক্ষেত্রে এক নিয়ম সব বন্দিদের ক্ষেত্রেই। মানে বাড়ির খাবারে নো এন্ট্রি। এনসিবির মেসের খাবারই খাচ্ছেন তিনি।

স‍ূত্রের খবর, রবিবার গ্রেফতার হওয়ার দিন ম্যাকডোনাল্ডস থেকে ২টো বার্গার কিনে নিয়ে গিয়েছিলেন গৌরী। মায়ের মন বলে কথা! কিন্ত‍ু সেই খাবারও খেতে দেওয়া হয়নি তাঁকে। তবে তদন্তকারীদের দাবি, সহযোগিতায় সব ধরণের সহযোগিতা করছেন আরিয়ান। আর সেই সময়ই নাকি আরিয়ান তাদের জানিয়েছেন বাবার ব্যস্ততার প্রসঙ্গে। বাবার অ্যাপয়েনমেন্ট নিতে হয় ছেলেকেও।

শাহর‍ুখ ঘনিষ্ঠদের স‍ূত্রে খবর, কিং খান নাকি নিজেই এখন বাড়িতে কাউকে আসতে বারণ করেছেন।