পাঞ্জাবের সব আসনে লড়তে চায় কৃষক মোর্চা

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক : কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের বিস্ফোরক মন্তব্য। তার ২৪ ঘন্টার মধ্যেই কৃষকদের মোর্চা জানিয়ে দিল, তারা ভোটে লড়ছে। এরফলে পাঞ্জাবের নির্বাচন রীতিমতো চমকপ্রদ হয়ে উঠলো।

পাঞ্জাবের বাইশটি কৃষক সংগঠন জোট বেঁধে তৈরি করে সংযুক্ত সমাজ মোর্চা। কৃষক নেতা হরমিত সিং কাদিয়ান বলেন, আমরা সংযুক্ত কিষান মোর্চার ব্যানারে আন্দোলন করে জয়ী হলাম। তারপর ঘরে ফিরে দেখলাম আমাদের চাপ দেওয়া হচ্ছে। এই যুদ্ধে জিততে হলে আমাদের নির্বাচনে জিততে হবে।” সংযুক্ত সমাজ মোর্চার নেতৃত্বে থাকবেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা বালবীর সিং রাজেওয়াল বলেন, জনগণের দাবি মেনে এই রাজনৈতিক দল তৈরি করা। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ এই দলে যোগ দিয়েছেন। তাদের লক্ষ্য সংগঠন মজবুত করা। সাধারণ মানুষের কাছে পৌঁছন।

রাজনৈতিক মহল বলছে, কৃষকদের এই পদক্ষেপ সেই রাজ্যে কংগ্রেসের জন্য বড় ধাক্কা। কারণ এই কৃষক আন্দোলনের ফসল তুলে পাঞ্জাবের ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে কংগ্রেস। অথচ কৃষকদের এই নতুন দল এবার লড়বে পাঞ্জাবের কংগ্রেস সরকারের বিরুদ্ধে।