টিডিএন বাংলা ডেস্ক: ২০২২ সালের পুলিৎজার পুরস্কার পেলেন প্রয়াত চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী। ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে আরো তিনজন কৃতি-আদনান আবিদি, সানা ইরশাদ মাট্টো এবং অমিত দাভের সঙ্গে এই পুরস্কার ভাগ করে পেয়েছেন ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী। কোভিড পরিস্থিতিতে ভারতের একটি গণচিতার ছবি তোলার জন্য এই পুরস্কার পান তিনি।
গত বছর জুলাই মাসে আফগানিস্থানে তালিবানদের হাতে নিহত হন রয়টার্সের সঙ্গে যুক্ত থাকা দানিশ সিদ্দিকী। পুলিৎজারের ওয়েবসাইটে বলা হয়েছে,”ভারতে কোভিড পরিস্থিতি চলাকালীন দানিশ যে ছবি তুলেছেন সেই ছবিতে একই সঙ্গে দেখা যাচ্ছে ভারতীয়দের একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতা এবং কোভিডের কারণে ধ্বংস। এই ছবি দেখে মানুষের মধ্যে উচ্চ চেতনা তৈরি হবে।”যে ছবিটির জন্য দানিশ পুলিৎজার পুরস্কার পেলেন সেখানে দেখা যায়, শ্মশান সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি বাড়ি পাশাপাশি রয়েছে। ঠিক সেভাবেই শ্মশানে একই সঙ্গে জ্বালানো হয়েছে অনেকগুলি চিতা।
২০১৮ সালেও একবার পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ সিদ্দিকী। রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা নিয়ে সেসময় একটি ছবি তোলেন দানিশ। সেই ছবিই তাঁর হাতে এনে দিয়েছিল পুলিৎজার পুরস্কার। এছাড়াও হংকংয়ের প্রতিবাদ, তালিবান-জঙ্গী সমস্যা সহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা ও ছবি তুলেছেন দানিশ সিদ্দিকী। উল্লেখ্য, এবছরের পুলিৎজার পুরস্কার দানিশ সিদ্দিকী যে ছবিটির জন্য পেয়েছেন সেই ছবিটি নিয়ে বিতর্ক রয়েছে। দানিশ সিদ্দিকীর মৃত্যুর পর প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, হিন্দু ধর্মের পারোলৌকিক ক্রিয়ার ছবি তুলেছেন বলে কট্টর হিন্দুত্ববাদীরা অভিশাপ দিয়েছে দানিশকে। তাই মৃত্যু হয়েছে দানিশের।