প্রয়াত জাস্টিস নানাবতী

টিডিএন বাংলা ডেস্ক : চলে গেলেন প্রখ্যাত বিচারপতি জিটি নানাবতী। শনিবার সকালে আমেদাবাদের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এদিন বিকেল ৫.১৫ মিনিট নাগাদ অন্তষ্টি সম্পন্ন হয়।

২০০২ সালে গুজরাত দাঙ্গা, তার আগে ১৯৮৪ সালে শিখ দাঙ্গার তদন্ত কমিশনের নেতৃত্বে ছিলেন নানাবতী। গুজরাত দাঙ্গার সময় নানাবতী কমিশন সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মন্ত্রিসভার সদস্যদের ক্লিনচিট দেয়। পাশাপাশি পুলিশ, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকেও ক্লিনচিট দেয় এই কমিশন।

২০১৯ সালে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জনসমক্ষে আসে। বিচারপতি হিসেবে নানাবতী ১৯৫৮ সালে বম্বে হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। তারপর সরকারি কৌঁসুলি হিসেবে কাজ করেন। ১৯৭৯ সালে গুজরাত হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পান। ১৯৯৩ সালে ওড়িশা হাইকোর্টে বদলি করা হয় তাকে। পরের বছর হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয় নানাবতীকে। ১৯৯৫ সালে সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।