প্রয়াত মিলখা সিংহ, শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী

Pic Collected from facebook

টিডিএন বাংলা ডেস্ক: জীবন বাঁচানোর দৌড়ে শেষ পর্যন্ত হেরে গেলেন উড়ন্ত শিখ মিলখা সিংহ। ৯১ বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি অ্যাথলিট। বিগত প্রায় ৩০ ধরে লাগাতার করোনার সঙ্গে লড়াই করার পর গতকাল রাত সাড়ে ১১ টা নাগাদ চন্ডীগড়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এহেন প্রয়াণে গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া।

প্রয়াত চার বারের এশিয়ান গেমস চ্যাম্পিয়নের প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, শ্রী মিলখা সিংহের চলে যাওয়ায় আমরা অসামান্য একজন ক্রীড়াবিদকে হারালাম। অগণিত ভারতবাসীর মনে জায়গা করে নিয়েছেন। তাঁর অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব লক্ষ লক্ষ মানুষের কাছে তাঁকে প্রিয় করে তুলেছিল। তাঁর চলে যাওয়া বেদনাদায়ক।

শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি ট্যুইটারে লিখেছেন, মিলখা সিংহের মৃত্যুতে শোকস্তব্ধ। তাঁর সংগ্রাম এবং শক্তি প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। তাঁর পরিবার এবং অনুরাগীদের সমবেদনা জানাচ্ছি।

ট্যুইট করে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, মিলখা সিংহের প্রয়াণে গভীর শোকাহত। একজন কিংবদন্তি ক্রীড়াবিদ, যিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার, প্রিয়জন এবং তাঁর অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা রইল।