HighlightNewsরাজ্য

প্রয়াত মন্ত্রী সাধন পান্ডে

টিডিএন বাংলা ডেস্ক : প্রয়াত ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে। বয়স হয়েছিল ৭০ বছর। আজ সকালে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ট্যুইটারে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে সুন্দর সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত। তাঁর পরিবার, বন্ধু, অনুগামীদের প্রতি গভীর সমবেদনা।

দলীয় সূত্রে খবর, মুম্বই থেকে আজই নিয়ে আসা হচ্ছে সাধন পাণ্ডের মরদেহ। দমদম বিমানবন্দরে তার পরিবারের লোকজন দেহ নিয়ে আসবেন। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। রাতে সাধন পাণ্ডের মৃতদেহ রাখা থাকবে পিস হাভেনে। আগামিকাল শেষকৃত্য। আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে।

মানিকতলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে রাজ্যের অন্যতম বর্ষীয়াণ নেতা ছিলেন। সত্তরের দশকের শেষের দিক থেকে মানিকতলা-বড়তলা এলাকায় রাজনৈতিক কেরিয়ার শ‍ুর‍ু। তৎকালীন কংগ্রেস নেতা অজিত পাঁজার অনুগামী বলে পরিচিত ছিলেন সাধন। ১৯৮৪ সালের ডিসেম্বরে লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর-পূর্ব আসন থেকে জিতে প্রথমবারের জন্য সাংসদ হন অজিত। তার পরেই বড়তলার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। ১৯৮৫ সালের মার্চে বড়তলা বিধানসভার উপনির্বাচন হয়। সেই নির্বাচনেই সাংসদ অজিত ও রাজেন্দ্রকুমারীর সমর্থনে প্রার্থী হয়ে জয়লাভ করেন সাধন। সেই থেকে টানা ন’বার বিধানসভার সদস্য হয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভায় কেবলমাত্র সুব্রত মুখোপাধ্যায়ই তাঁর থেকে বেশি বার বিধায়ক হয়েছেন।

Related Articles

Back to top button
error: