অতিমারির কারণে পুরভোটের দিনক্ষণ পুনর্বিবেচনার দাবি বামফ্রন্টের

টিডিএন বাংলা ডেস্ক : অতিমারির কারণে পুরভোটের দিনক্ষণ পুনর্বিবেচনার দাবি তুললো বামফ্রন্ট। বর্তমান করোনা পরিস্থিতিতে চারটি পুর-নিগমের ভোটের দিনক্ষণ পুনর্বিবেচনার দাবি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। তাই পুরভোট নিয়ে কমিশনের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা উচিৎ বলে মনে করছে বামফ্রন্ট। বিমান বসু দাবি করেন, ইতিমধ্যেই প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের একাংশ কোভিডে আক্রান্ত। এমতাবস্থায় নির্বাচন করা আদৌ সম্ভব কি না, তা নিয়ে সর্বদল বৈঠক ডাকা দরকার।

এ প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘‘পুরভোটের দিনক্ষণ ঠিক করার আগে সর্বদল বৈঠক করেনি কমিশন। আমরা মতামত দেওয়ার সুযোগ পাইনি। চারটি পুর-নিগমের ভোট ২২ জানুয়ারি করতে যাওয়া উচিত হয়নি। তার উপরে এখন কোভিড। বারবার বলছি, সর্বদল বৈঠক ডাকুন। মানুষকে বিপদে ফেলবেন না এখন নির্বাচনের নাম করে!’’

অন্যদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি বিবেচনা করে দলের সম্মেলন প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। সেক্ষেত্রে রাজ্য সম্মেলন মার্চের শেষের দিকে করার সম্ভাবনা আছে। হায়দরাবাদে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।