দেশ

প্যান্ট খুলে অন্তর্বাস পড়ে ঘুরে বেড়াচ্ছেন বিধায়ক! ভাইরাল ভিডিও

টিডিএন বাংলা ডেস্ক : ট্রেনে ভর্তি প্যাসেঞ্জার। কিন্তু তা ভ্রুক্ষেপ করলে তো! গায়ে না আছে জামা। আর না আছে প্যান্ট। অন্তর্বাস আর স্যান্ডো গেঞ্জি পড়ে দিব্যি পাটনা-নয়াদিল্লি তেজস এক্সপ্রেসে ঘুরে বেড়াচ্ছেন জেডিইউ-র বিধায়ক গোপাল মন্ডল। বিধায়কের এমন কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ঘটনা হল, বৃহস্পতিবার তেজাস রাজধানী এক্সপ্রেসের এ-১ কোচে দিল্লি যাচ্ছিলেন ভাগলপুরের গোপালপুরের বিধায়ক গোপাল মন্ডল। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই যাত্রীরা দেখতে পান ওই বিধায়ক কেবল একটি গেঞ্জি ও জাঙ্গিয়া পরে ঘুরে বেড়াচ্ছেন। যা দেখে রীতিমতো অস্বস্তি পড়ে যান সকলেই। এই আচরণে অন্যান্য যাত্রীরা প্রতিবাদ জানালে তিনি তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, এমনকি হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। পরে আরপিএফ বাহিনীর তৎপরতায় সমস্যা মেটে।

গোটা ঘটনায় লজ্জিত জেডিইউ নেতৃত্ব। দলের তরফে এই নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়। বিধায়কের অবশ্য সংবাদমাধ্যমের কাছে পাল্টা যুক্তি, ”আমার পেট খারাপ ছিল, বারবার শৌচালয়ে যাচ্ছিলাম। সেই সময়ই ছবিটি তোলা হয়েছে। আমি সম্পূর্ণ সত্যি কথাই বলছি। অভব্যতা করার জন্য তিনি এমনটা করেননি।”

Related Articles

Back to top button
error: