টিডিএন বাংলা ডেস্ক : বিদেশি অনুদান সংক্রান্ত ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লাইসেন্স ফেরত পেল মাদার টেরিজার সংস্থা। বিদেশি অনুদান সংক্রান্ত আবেদনে ভুল রয়েছে বলে সপ্তাহ দুয়েক আগে এই সংস্থার FCRA লাইসেন্স পুনর্নবীকরণ করেনি স্বরাষ্ট্রমন্ত্রক।
কেন্দ্রের তরফে কারণ জানানো না হলেও সূত্রের খবর, গুজরাতে মিশনারিজ অফ চ্যারিটির একটি হোমের অধিকর্তার বিরুদ্ধে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ উঠেছিল। তারপরই অনুদান বন্ধের সিদ্ধান্ত। কেন্দ্রের এই পদক্ষেপে সরব হয় বিরোধীরা। লাইসেন্স ফেরানোর কারণ না জানানো হলেও, সরকারি সূত্রের দাবি সংস্থাটি প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার আবেদন মঞ্জুর হয়েছে। ২০২৬-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল লাইসেন্সের মেয়াদ।
এফসিআরএ-র অধীনে মাদার টেরেজার সংস্থার তরফে লাইসেন্স নবীকরণের আবেদন করা হয়েছিল। ২৫ ডিসেম্বর সেই আবেদন খারিজ করে দেয় শাহের মন্ত্রক। ১৯৫০ সালে মানবিক কাজকে সামনে রেখে মাদার টেরেজা মিশনারিজ অফ চ্যারিটি তৈরি করেছিলেন। দেশ-সহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে মিশনারিজ অফ চ্যারিটির শাখা। এমন এক সংস্থার লাইসেন্স বাতিল নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ওই পদক্ষেপের কড়া সমালোচনায় সরব হয়েছিলেন।