দেশ

ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের নামের তালিকা টাঙিয়ে রাখতে হবে সাইটে , কড়া নির্দেশ কমিশনের

টিডিএন বাংলা ডেস্ক : ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের নামের তালিকা দিতে হবে দলীয় ওয়েবসাইটে। সুপ্রিম কোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে দেশের সমস্ত রাজনৈতিক দলকে এই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ ভোটাররা যেন ভোট দেওয়ার আগে প্রার্থীদের বিষয়ে সঠিকভাবে জানতে পারে।

কমিশন নির্দেশ দিয়েছে, রাজনৈতিক দলগুলির অফিশিয়াল ওয়েবসাইটের হোমপেজে এই তালিকা প্রকাশ করতে হবে। টপিকের শিরোনাম কী হবে, তাও ঠিক করে দেওয়া হয়েছে। আগের ট্র্যাক রেকর্ড ভালো নয় এবং যেসব প্রার্থীর বিরুদ্ধে পুরনো ফৌজদারি মামলা রয়েছে তাদের সম্পর্কে মানুষকে আরো বেশি করে অবহিত করার জন্য একটি মোবাইল অ্যাপ চালু করতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, টিভিতে বিজ্ঞাপন দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর খরচ চালাতে চার সপ্তাহের মধ্যে তহবিল গঠন করতে বলা হয়েছে। যেহেতু এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। তাই অমান্য করলে আদালত অবমাননার জন্য জরিমানা পর্যন্ত দিতে হতে পারে।

কমিশনের সচিব অশ্বিনী কুমার মোহলের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সর্বোচ্চ আদালত নির্দেশ মেনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে একটি তহবিল গঠন করেছে। রাজনৈতিক দলগুলির কাছ থেকে যে জরিমানা আদায় করা হবে, সেই অর্থ এই তহবিলে জমা করা হবে। অনলাইনে জমা নেওয়া হবে টাকা।

কিন্তু এই নির্দেশ কতটা কার্যকরী হবে? সাধারণ মানুষের সচেতনতা জন্য এই পদক্ষেপ নিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রশ্ন হল কজন সাধারণ মানুষ দলের ওয়েবসাইটে গিয়ে সেটা দেখবেন? এমনই প্রশ্ন তুলেছেন নির্বাচন বিশারদদের একাংশ।

Related Articles

Back to top button
error: