নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: ভিনরাজ্যে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে ১৪ তলা বহুতল বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের ফরাক্কার এক শ্রমিকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত ওই শ্রমিকের নাম ডেনি শেখ(২৪)। তার বাড়ি ফরাক্কা থানার নয়নসুখ পঞ্চায়েতের অন্তর্গত রামরামপুর এলাকায়। পেটের দায়ে ভিনরাজ্যে রাজমিস্ত্রী কাজে গিয়ে শ্রমিকের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁচ মাস আগে ফরাক্কার নয়নসুখ পঞ্চায়েতের অন্তর্গত রামরামপুর এলাকা থেকে রাজমিস্ত্রী কাজ করতে মুম্বাই’য়ের বান্দ্রা গিয়েছিলেন যুবক ডেনি শেখ। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও রাজমিস্ত্রীর কাজ করছিলেন তিনি। তখনই ১৪ তলা একটি বিল্ডিং’য়ের কাজ করার সময় অসাবধানতাবশত হঠাৎ ভাড়া থেকে পরে যায় ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শ্রমিকের। বাড়িতে মৃত্যু সংবাদ পৌঁছাতেই কার্যত কান্নার রোল পরে যায় পরিবারে। ইতিমধ্যেই দেহ বাড়ি ফিরিয়ে নিয়ে আসার তৎপরতা শুরু হয়েছে। আগামী ঈদে বাড়ি ফেরার কথা থাকলেও আকস্মিক দুর্ঘটনায় ঈদের দুমাস আগেই নিথর দেহ ফিরছে ডেনি শেখের। ভিনরাজ্যে শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়েও শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, ভিনরাজ্যে বিভিন্ন কাজে গিয়ে দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে চলেছে মুর্শিদাবাদে। তাদের অভিযোগ, সেখানে তেমন কোনো কাজ না পাওয়ার ফলে পেটের টানে বিভিন্ন রাজ্যে এমনকি বিভিন্ন দেশে কাজে যায় মুর্শিদাবাদের ছেলেরা। তাদের আক্ষেপ যদি জেলাতেই কর্মসংস্থানের ব্যবস্থা থাকত তাহলে এই ভাবে পেটের দায়ে ভিন দেশে বেঘোরে প্রান হারাতে হতোনা তাদের সন্তানদের।