HighlightNewsদেশ

সংবাদমাধ্যম নির্ভয়ে কাজ করার পরিবেশ চায়, প্রস্তাব স্থায়ী কমিটির

টিডিএন বাংলা ডেস্ক : সংবাদমাধ্যম যাতে নির্ভয়ে কাজ করতে পারে, সেইজন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে হবে। কেন্দ্রকে এমনই সুপারিশ করল যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।

কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন কমিটির বক্তব্য, জাতীয়তাবাদ বিরোধী ভাবধারার সংজ্ঞা কী? কোন বিষয়টি এর আওতায় পড়বে, সরকারকে তা স্পষ্ট জানাতে হবে। সংবাদ মাধ্যমে প্রচারিত কোনও অনুষ্ঠান, বা তার কোনও অংশকে জাতীয়তাবাদ বিরোধী বলতে গেলে, তার মানদন্ড কী হওয়া উচিত, তা কেন্দ্রকে জানাতে হবে। এমনই জানিয়েছে ওই কমিটি। সংসদে যে রিপোর্ট স্থায়ী কমিটি জমা দিয়েছে, তাতে সব ধোঁয়াশা দূর করতে কেন্দ্রের সর্বাত্মক উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করা হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার উপর কেন্দ্র যে নজরদারি চালাতে চাইছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিটি। কমিটি মনে করে, এই কাজ করতে হলে লক্ষ্য রাখতে হবে, তা যেন নাগরিকদের বাকস্বাধীনতা খর্ব না করে।

সংবাদ মাধ্যমের স্বাধীনতাতেও সরকারি হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। কমিটি এ প্রসঙ্গে সরকারের মনোভাব কী হওয়া উচিৎ, তা জানতে চেয়েছে। ইনফরমেশন টেকনোলজি রুলস ২০২১ মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল সংবাদমাধ্যম তিনটি স্তরে যাতে এই বিধি মানা হয়, সেই বিষয়ে কড়া নজরদারির সুপারিশ করেছে কমিটি।

Related Articles

Back to top button
error: