কেন্দ্র সরকার এবং কৃষক সংগঠনের সদস্যদের মধ্যে বৈঠকে সমাধানসূত্র অধরা; পরশু ফের বৈঠক

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় সরকার এবং কৃষক সংগঠনের সদস্যদের মধ্যে হওয়া বৈঠকে কোনো সমাধানসূত্র মিলল না। পরশু ফের একবার আন্দোলনরত কৃষক সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠকে বসবে সরকার।বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বৈঠক থেকে বাইরে বেরিয়ে আসা দুই কৃষক সংগঠনের সদস্য জানিয়েছেন তারা সরকারের প্রস্তাব খারিজ করেছেন তাই বাইরে চলে এসেছেন। অপরদিকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, কৃষক নেতারা কথা বলে আন্দোলন শেষ করুন।

লাগাতার পাঁচদিন ধরে আন্দোলন চলার পর বিনাশর্তে কৃষকদের সঙ্গে আজ দুপুর তিনটে বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও সোম প্রকাশ। বিজ্ঞানভবনে লাগাতার কয়েক ঘণ্টা ধরে বৈঠক চলার পরও এদিন কোন সমাধান সূত্র পাওয়া যায়নি। কেন্দ্রের নয়াকৃষি আইন সম্পর্কে বিস্তারিত ভাবে কৃষকদের সঙ্গে আলোচনা করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।আলোচনা চলাকালীন কৃষকদের সমস্যার সমাধান করতে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। নরেন্দ্র সিং তোমার বলেন, আপনারা আপনাদের সংগঠনের তরফ থেকে চার পাঁচ জনের নাম দিন এবং একটি সমিতি গঠন করা হোক যেখানে কৃষি বিল নিয়ে আলোচনা করার জন্য সরকারের তরফ থেকে প্রতিনিধি এবং বিশেষজ্ঞরাও সামিল হবেন। এই সমিতি গঠনের পর দেখা হবে যে কোথায় ভুল হয়েছে এবং আগে কি করতে হবে।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের এই প্রস্তাব খারিজ করে দিয়েছেন আন্দোলনরত কৃষক সংগঠনের সদস্যরা। কৃষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপনারা কমিটি তৈরি করে নিন, বিশেষজ্ঞদেরও ডেকে নিন। আমরা তো নিজেরাই বিশেষজ্ঞ। কিন্তু আপনারা যদি এটা চান যে আমরা বিক্ষোভ প্রদর্শন বন্ধ করে দেবো, তাহলে সেটা সম্ভব নয়। এখনো এই বিষয়ের উপরে আরো আলোচনা করার প্রয়োজন রয়েছে। কৃষকদের কমিটি গঠনের বিষয় নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু তাঁদের দাবি, যতক্ষণ না ওই কমিটি কোন সিদ্ধান্তে পৌছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে।