টিডিএন বাংলা ডেস্ক : পরনে স্যুট-টাই। সামনে বক্তব্য দেওয়ার ডায়াস। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু মন্ত্রীর পায়ের দিকে তাকালে হয়তো ভুল দেখছেন বে অনেকে চোখ কচলে ফের তাকাতে পারেন। কারণ ফরমাল পোশাক পরা মন্ত্রী দাঁড়িয়ে আছেন সমুদ্রের হাঁটুজলে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টুভালুর পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফে গ্লাসগোকে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে জলবায়ুর পরিবর্তন তার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রকে কিভাবে প্রভাবিত করছে তা সামনে আনতেই এই অভিনব উপায় বেছে নেন।
সম্মেলনে ভিডিও বার্তায় তিনি বলেন, এই বিবৃতিতে কপ-২৬ সম্মেলনের উদ্দেশের সঙ্গে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্টের উচ্চতা বৃদ্ধির প্রভাবে টুভালু যে বাস্তব পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তাই তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানুষের গতিশীলতার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মোকাবেলায় টুভালু যে সাহসী পদক্ষেপ নিচ্ছে তা তুলে ধরা হচ্ছে।
টুভালুর রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিভিবিসি রাজধানী ফুনাফুতির প্রধান দ্বীপ ফঙ্গাফলের শেষ প্রান্ত থেকে ওই ভিডিওটি ধারণ করে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
ভিডিওটি মঙ্গলবার জলবায়ু শীর্ষ সম্মেলনে দেখানো হবে। আঞ্চলিক নেতারা জলবায়ু পরিবর্তনের প্রভাব সীমিত করার জন্য আরও আক্রমণাত্মক পদক্ষেপের জন্য চাপ দেওয়ার দিচ্ছে। এমন সময় এই ভিডিও সামনে এলো।