টিডিএন বাংলা ডেস্ক : রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে শুনসান জায়গায় নামিয়ে বেধড়ক মার। কখনও লাঠি, কখনও আবার লোহার ডান্ডা দিয়ে চলল বেপরোয়া অত্যাচার। তারপরও মুক্তি পায়নি। হাতুড়ির ঘায়ে পায়ের অন্তত ছটি জায়গায় পুঁতে দিল পেরেক। এলাকায় দাপিয়ে বেড়ানো এক লিকার মাফিয়ার অবৈধ কারবার নিয়ে পুলিশে রিপোর্ট লেখানোর কয়েকদিনের মধ্যেই দুষ্কৃতীদের অত্যাচারের শিকার রাজস্থানের আরটিআই কর্মী।
বছর তিরিশের ওই আরটিআই কর্মীর নাম অমরারাম গোদারাকে। গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন যোধপুর হাসপাতলে। কী কারণে দুষ্কৃতীদের টার্গেটে আরটিআই কর্মী, তা অবশ্য খোলসা করেনি পুলিশ। স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকার বেআইনি মদের কারবার বন্ধ করতে গোদারা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। সেই প্রেক্ষিতে ওই হামলা। রাজস্থানের ডিজিপির জবাবদিহি তলব করেছে রাজ্য মানবাধিকার কমিশন।
বারমেরের এসপি দীপক ভার্গব সংবাদমাধ্যমকে বলেন, ওই আরটিআই কর্মীর অভিযোগের ভিত্তিতে বিপুল পরিমাণ বেআইনি মদ বাজেয়াপ্ত হয় পরেয়ু গ্রাম থেকে। সেই প্রেক্ষিতেই এই হামলা কিনা তা অবশ্য পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।