উত্তরপ্রদেশ নির্বাচনে টিকিট পাবে না দুষ্কৃতীরা
টিডিএন বাংলা ডেস্ক : উত্তরপ্রদেশ রাজনীতিতে নয়া মোড়। ২২- এর মহারণে টিকিট পাবেনা কোনও বাহুবলি। রাজনীতি থেকে দুষ্কৃতীদের ৭ হাত দূরে রাখার সিদ্ধান্ত নিল সবকটি রাজনৈতিক দল।
২০১৭ সালে উত্তরপ্রদেশের ক্ষমতায় আসে বিজেপি। তারপর থেকেই দুষ্কৃতী সাফ করতে একাধিক এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। যাকে গেরুয়া শিবিরের বড় সাফল্য বলে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নিয়ে অবশ্য সমালোচনা করেছে বিরোধীরা। সামনেই বিধানসভা নির্বাচন। জাতপাতের রাজনীতি উত্তরপ্রদেশে মেজর ফ্যাক্টর। সেই সঙ্গে দুষ্কৃতী রাজও পুরনো কালচার। এই পুরনো কালচারকে এবার ঝেড়ে ফেলতে চাইছে সবকটি রাজনৈতিক দল। যতই প্রভাবশালী হোক তাদের কোনও রাজনৈতিক দলই প্রার্থী করতে চাইছে না। বিজেপি- সপা-বসপা থেকে কংগ্রেস সব শিবিরের এক মত।
সম্প্রতি সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী জানিয়েছিলেন, জেলবন্দি বিধায়ক মুখতার আনসারিকে পরবর্তী বিধানসভা নির্বাচনের টিকিট দেবেনা তারা। আনসারির বিরুদ্ধে তোলাবাজি, খুন সহ একাধিক বড় বড় দুষ্কর্মের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে গাজিপুরা মহম্মদাবাদের বিধায়ক কৃষ্ণানন্দ রাইকে খুনের অভিযোগ রয়েছে। উত্তরপ্রদেশের রাজনীতিতে যথেষ্ট প্রভাব রয়েছে আনসারি ভাইদের। সম্প্রতি জল্পনা উস্কে তিনি যোগদান সমাজবাদী পার্টিতে। সেই সময়ও প্রশ্ন উঠতে শুরু করে। তবে সমাজবাদী পার্টির মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী জানান, তাদের দল কখনও দুষ্কৃতীদের টিকিট দেয় না। দুষ্কৃতীরা রাজনীতিতে এলে গণতন্ত্রের ক্ষতি। অন্যদিকে গত সপ্তাহে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দুর্বৃত্ত সাফাইয়ে যোগী সরকারকে ঢালাও সার্টিফিকেট দেন।