টিডিএন বাংলা ডেস্ক: আজ মঙ্গলবার দেশের নতুন সংসদ ভবনে অনুষ্টিত হল প্রথম সংসদ অধিবেশন। আর সেই প্রথম সংসদ অধিবেশনে পেশ করা হল ‘মহিলা সংরক্ষণ’ বিল। বিলটি সংসদে পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। ‘নারী শক্তি বন্দন’ এই বিলটি পাশ হয়ে গেলে এবার থেকে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এই বিল পেশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “১৯ সেপ্টেম্বর ঐতিহাসিক দিন। নতুন সংসদ ভবনে প্রথম কার্যধারা হিসেবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে নারী শক্তির জন্য পথ খুলে দেওয়ার সূচনা হল।”
এরপর তিনি বিলটি পাশ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে জানান, “আমি সমস্ত মহিলাদের আশ্বস্ত করতে চাইছি যে আমরা এই বিলটি একটি আইন রূপে নিয়ে আসার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আমি উভয় কক্ষের (উচ্চ ও নিম্নকক্ষ) সকল সদস্যকে সর্বসম্মতিক্রমে বিলটি পাস করানোর আহ্বান জানাচ্ছি।”