HighlightNewsদেশ

১৩টি বিমান বন্দর বেসরকারিকরণের পথে মোদি সরকার

বিমানবন্দরের বেসরকারিকরণের পথে কেন্দ্র। সরকারের এই দাবিই মেনে নিল ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ। সূত্রের খবর অনুযায়ী, ৬টি বড়ো বিমানবন্দর এবং ৭টি ছোট বিমানবন্দরের বেসরকারিকরণের দাবি মেনে নেওয়া হয়েছে। ২০২৪-এর মধ্যে এই বেসরকারিকরণের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এর পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষ ৬টি বড়ো বিমানবন্দরের সঙ্গে ৭টি ছোট বিমানবন্দরকে সংযোগ করার সিদ্ধান্তও মেনে নিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) ছয়টি বড় বিমানবন্দর- ভুবনেশ্বর, বারাণসী, অমৃতসর, ত্রিচি, ইন্দোর, রায়পুর এবং সাতটি ছোট বিমানবন্দর- ঝাড়সুগুদা, গয়া, কুশীনগর, কাংড়া, তিরুপতি, জব্বলপুর এবং জলগাঁও বিমানবন্দরকে বেসরকারী করার অনুমোদন দিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, একটি বড়ো বিমানবন্দরের সঙ্গে আরও একটি বা দুটি ছোট বিমানবন্দর একত্রিত করে বেসরকারিকরণ করা হবে। যেমন খুশিনগর এবং গয়ার মতো ছোট বিমান বন্দরকে বারাণসীর সঙ্গে যোগ করা হয়েছে। অমৃতসরের সঙ্গে যুক্ত হচ্ছে কাঙরা। ভুবনেশ্বরের সঙ্গে তিরুপতি, ইন্দোরের সঙ্গে জব্বল্পুর এবং ত্রিচির সঙ্গে হুবলি। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যেই বেসরকারিকরণের সমস্ত নথি বানানোর কাজ শুরু হয়েছে যা আগামী বছরের মধ্যেই সম্পন্ন হবে। বারাণসী, গয়া এবং কুশীনগর বিনিয়োগকারীদের আগ্রহ আকর্ষণ করবে। কারণ তিনটি বিমানবন্দরই বৌদ্ধ সার্কিটে পড়ে এবং আন্তর্জাতিক যাত্রীদের আকর্ষণ করার সম্ভাবনা রয়েছে।

Related Articles

Back to top button
error: