টিডিএন বাংলা ডেস্ক : গুরু নানকের জন্মদিনে বড় উপহার মোদি সরকারের। বিতর্কিত ৩টি কৃষি আইন প্রত্যাহার করল কেন্দ্র। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, “দয়া করে বাড়ি ফিরে যান। মাঠে নামুন। আসুন সব নতুন করে শুরু করা যাক।”
৩টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত বছর নভেম্বর থেকে আন্দোলনে নেমেছেন দেশের অন্নদাতারা। দীর্ঘ এই সময়ে মারা গেছেন বহু কৃষক। কনকনে ঠাণ্ডা, কিংবা চিড়বিড়ে গরম উপেক্ষা করেই দিল্লির উপকণ্ঠে আন্দোলন চালিয়ে গেছেন কৃষকরা। নতুন তিনটি কৃষি আইনের মাধ্যমে কৃষকদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করে কৃষক সংগঠনগুলি।
তাদের একটাই দাবি, কেন্দ্রকে ৩টি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। নতুন তিনটি কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা হয়। শীর্ষ আদালত অবশ্য ওই তিনটি কৃষি আইন কার্যকরের ওপর স্থগিতাদেশ জারি করে। দেশজুড়ে সাঁড়াশি প্রতিবাদের মুখে পড়তে হয় মোদি সরকারকে। তীব্র প্রতিবাদের জেরে শেষমেষ পিছু হঠল কেন্দ্র।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এদিন বলেন, “এই আইন আনার পেছনে আমাদের সৎ উদ্দেশ্য ছিল। শুরু থেকে কৃষকদের বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছি। তিনটি আইনকে স্বাগত জানিয়েছিল একাধিক কৃষক সংগঠন। তবে দু’বছর ধরে সেই আইনের প্রয়োগ বন্ধ রাখা হয়েছিল। এবার তিনটি কৃষি আইনই প্রত্যাহার করে নেওয়া হলো।” কৃষকদের একাংশকে বোঝাতে পারিনি বলেই এই আইন প্রত্যাহার করা হলো বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।
তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের পেছনে অন্য কারণ দেখছে রাজনৈতিক মহল। সামনে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। বিধানসভায় ভোট রয়েছে পাঞ্জাব ও গোয়াতেও। বেশকিছু উপনির্বাচনে একাধিক রাজ্যে ভালো ফল করেনি বিজেপি। নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত মোদি সরকার নিল বলে মনে করা হচ্ছে।