চাঁদ দেখা যায়নি, দেশে রোজা শুরু আগামী শুক্রবার

ইব্রাহিম মণ্ডল, টিডিএন বাংলা, কলকাতা: আজ চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবারই রোজা শুরু হচ্ছে ভারতে। কলকাতার নাখোদা মসজিদের হিলাল কমিটির তরফ থেকে টিডিএন বাংলাকে এ খবর জানিয়েছেন নাসের ইব্রাহিম। কমিটির তরফ থেকে জানান হয়েছে যে , ” ১৪৪৪ হিজরি রমযানুল মুবারক মাসের চাঁদ দেখা যায়নি, ইন শা আল্লাহ শুক্রবার ২৪ মার্চ ২০২৩ থেকে রমযানুল মুবারক প্রথম দিন আরম্ভ হবে। অর্থাৎ আগামী কাল থেকে তারাবীর নামাজ শুরু হবে গোটা দেশে।

বিস্তারিত আসছে….