সিঙ্গুরে আন্দোলন আর উত্তরপ্রদেশে কৃষক মারছে, তোপ মমতার

টিডিএন বাংলা ডেস্ক : পুরভোট উপলক্ষে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে নেমেই বিজেপিকে টার্গেট করেছেন নেত্রী।

বৃহস্পতিবার কলকাতা দক্ষিণে জনসভা করেন মমতা। প্রথম সভাটি ছিল বাঘাযতীনে। সেখানে বিজেপি-কে বিধে মমতা বলেন, “বিজেপি সিঙ্গুরে আন্দোলন করছে, আর উত্তরপ্রদেশে গাড়ি চাপা দিয়ে কৃষক মারছে, লজ্জা করা উচিত।” তিনি আরও বলেন, “বিজেপি বলেছিল, বাংলায় দুর্গাপুজো হয়না। আর ইউনেস্কো বলে দিয়েছে বিশ্ব হেরিটেজের তকমা পেল দুর্গাপুজো।
বাংলাকে আমি বিশ্বসেরা করেই ছাড়ব, এটাই আমার টার্গেট।”

মমতা আরও বলেন, “সবাই নীল-সাদা রঙ করছে। ব্যঙ্গ করে বলত আর্জেন্টিনা। এখন সবাই করছে। নীল-সাদা কোনও দলের রঙ নয়। দিল্লি, মুম্বই, কর্ণাটকে এখন নীল-সাদা রঙ হচ্ছে, আর আমি করলেই দোষ?” দলনেত্রীর প্রতিশ্রুতি, “২০২৪-এর মধ্যে প্রত্যেক বাড়িতে জল পৌঁছে যাবে।” একইসঙ্গে কেন্দ্রের উদ্দেশ্যে তোপ দেগে মমতা বলেন, কেন্দ্রীয় সরকার বারবার বলেছে জলের উপর ট্যাক্স নিতে হবে। নইলে আর্থিক সাহায্য বন্ধ করে দেব, আমি বলেছি জলের উপর ট্যাক্স বসাব না, যা করার করুন। উদ্বাস্তু কলোনি উচ্ছেদ করা যাবে না বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।