টিডিএন বাংলা ডেস্ক: আন্দোলন সাংবিধানিক অধিকার। কেন্দ্রকে আপাতত কৃষি আইন স্থগিত রাখার পরামর্শ দিলো শীর্ষ আদালত। এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, আন্দোলন সাংবিধানিক অধিকার। যতক্ষণ না এটা কোনও সম্পত্তির ক্ষতি করছে বা জীবনহানি ঘটাচ্ছে।
কৃষকদের সঙ্গে সমস্যা মেটাতে ব্যর্থ হয়েছে সরকার। সুপ্রিমকোর্ট জানায়, সমস্যা সমাধানে একটি স্বাধীন কমিটি গঠন করা প্রয়োজন। যেখানে কৃষির বিষয় জ্ঞান রয়েছে এমন সদস্যরা থাকবেন। তাঁদের কাছে কৃষক সংগঠন ও সরকার নিজেদের নিজেদের প্রস্তাব রাখবে। ওই কমিটিই দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করবে।