টিডিএন বাংলা ডেস্ক : পাল্টে গেল স্কুলের মিড-ডে মিলের নাম। নতুন নাম হল, ‘পিএম পোষণ স্কিম’। নতুন এই স্ক্রিম চালু করে মোদি সরকার জানিয়েছে, এর মাধ্যমে দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের দুপুরে রান্না করা খাবার দেওয়া হবে। রাজ্যগুলির সঙ্গে আলোচনা না করে জাতীয় মিড-ডে মিল প্রকল্পের নাম বদল করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।
কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, নতুন স্ক্রিমে প্রাক-প্রাথমিক এবং সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের পড়ুয়াদের দুপুরের রান্না করা খাবার দেওয়া হবে। তার সঙ্গে স্কুল চত্বরে শাক সবজির বাগান তৈরিতে জোর দেওয়া হবে। আগামী পাঁচ বছরে এই প্রকল্পে কেন্দ্রের খরচ হবে ১,৩০৭৯৫ কোটি টাকা। সারাদেশে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট প্রায় ১১ কোটি ৮০ লক্ষ্য ছাত্র-ছাত্রী এই প্রকল্পের আওতায় আসবে। মোট স্কুলের সংখ্যা ১১ লক্ষ ২০ হাজার।
মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রীয় প্রকল্পের নামকরণ করা নিয়ে রাজ্যগুলির সঙ্গে দিল্লির সংঘাত বার বার হয়েছে। বদলে ফেলা হয় বিভিন্ন রেলস্টেশন এবং শহরের নাম। যা নিয়ে বিরোধীরা তীব্র প্রতিবাদ জানিয়েছে। মিড-ডে মিলের নাম বদল নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটারে লেখেন, “কেন্দ্রীয় সরকার মিড-ডে মিল প্রকল্পের নাম বদল করে পিএম পোষণ করলেও তার মধ্যে নতুনত্ব কিছু নেই। এই প্রকল্প চালানোর জন্য রাজ্যকে আগের মত ৪০% খরচ বহন করতে হবে। তাহলে শুধুমাত্র প্রধানমন্ত্রীর নাম যুক্ত করতে কেন একটা প্রকল্পের নাম বদল করা হলো?” এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, এই প্রকল্পের নাম তো নরেন্দ্র মোদির নামে হয়নি। প্রধানমন্ত্রীর নামে হয়েছে। তাতে অসুবিধার কী আছে?”