টিডিএন বাংলা ডেস্ক : একদিকে চিন। অন্যদিকে পাকিস্তান। সমরসজ্জায় সাজছে সেনারা। তাহলে কি আক্রমণের আশঙ্কা? হ্যাঁ এমনই আশঙ্কা করছে ভারত। ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান, এয়ার চিফ মার্শাল বিবেক চৌধুরী এই আশঙ্কার কথা জানিয়েছেন। যা নিয়ে সতর্কতা অবলম্বন করছে ভারত।
তিব্বতের তিনটি এয়ারবেসেই চিন বিপুল পরিমাণ যুদ্ধবিমান মোতায়েন করেছে। এমনই খবর সূত্রের। এই প্রসঙ্গে বায়ুসেনা প্রধান বলেছেন, আমাদের এখন সীমান্তের দুই ফ্রন্টে যুদ্ধের জন্যই প্রস্তুত থাকতে হচ্ছে। আমরা সেইমতো প্রস্তুতও। আমাদের হাতে আছে রাফাল এবং অ্যাপাচে। ফলে আকাশপথে যুদ্ধে অনেকটাই ভালো অবস্থানে রয়েছে দেশ। বায়ুসেনার হাতে চলতি বছরই এস ৪০০ সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম চলে আসবে।
সূত্রের খবর, লাদাখ সহ ভারতের বিভিন্ন সীমান্তে এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা মোতায়েন করছে চিন। তেমনই পাকিস্তান আবার জম্মু কাশ্মীরের কয়েকটি সেক্টরে আগস্ট থেকে এপর্যন্ত দু’বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে চিনের সঙ্গে ভারতের পূর্ব লাদাখের সংঘাত ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে।
কয়েকদিন আগেই ভারতের সেনাপ্রধান পূর্ব লাদাখে গিয়ে বলেছিলেন, চিন চারটি রাজ্যের সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েই চলেছে। ফের বায়ুসেনা প্রধান বললেন, আকাশসীমায় উড়ান বৃদ্ধি এবং তিব্বতের প্রতিটি ঘাঁটিতেই বেশি করে যুদ্ধ বিমান নিয়ে আসছে চিন। চিন ও পাকিস্তানের এই আগ্রাসী মনোভাবের পাশাপাশি মঙ্গলবার ভারতীয় বায়ুসেনা প্রধান একটি তাৎপর্যপূর্ণ ঘোষণাও করেছেন।