HighlightNewsআন্তর্জাতিক

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সহপাঠী দীনেশ গুনাবর্ধনে

টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন প্রবীণ নেতা দিনেশ গুণবর্ধনে। শুক্রবার শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে দিনেশ গুণবর্ধনে ও তাঁর মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করান। প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের আমলে এপ্রিলে গুনবর্ধনেকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। এর আগে, তিনি পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, বিক্রমাসিংহে রাষ্ট্রপতি হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ শূন্য ছিল। বৃহস্পতিবার শ্রীলঙ্কার অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ছ’বারের প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে। দেশের নজিরবিহীন অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, দিনেশ গুণবর্ধনে রনিল বিক্রমাসিংহের সহপাঠী ছিলেন।

শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সংকট থেকে বের করে আনার ভার এবার বিক্রমাসিংহে ও গুণাবর্ধনের জুটির ওপর। এদিকে, রনিল বিক্রমাসিংহের রাষ্ট্রপতি হওয়ার পরও শ্রীলঙ্কায় শান্তি ফিরে আসেনি। তাঁকে গোটাবায়ের পেয়াদা হিসেবে আখ্যায়িত করে আন্দোলন আরও তীব্র করেছেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার গভীর রাতে কলম্বোতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সচিবালয়ের প্রাঙ্গণের বাইরে গল ফেসে শত শত বিক্ষোভকারী একত্রে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের নিয়ন্ত্রণ করতে নামানো হয় সেনা। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে রাষ্ট্রপতির সচিবালয়ের বাইরে সশস্ত্র সেনা মোতায়েন করা হয়। সেনা বিক্ষোভকারীদের তাঁবু ছিঁড়ে ফেলে। এরফলে বিক্ষোভ আরো তীব্র হয়। বিক্ষোভকারীরা গল ফেসে জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। বিক্ষোভকারীরা বলেন, রনিল বিক্রমাসিংহে আমাদের ধ্বংস করতে চান, ওরা আবার তাই করছেন কিন্তু, আমরা কখনো হাল ছাড়ব না। সশস্ত্র বাহিনীর তৎপরতার মাঝে এক বিক্ষোভকারী বলেন, আমরা আমাদের দেশকে এমন সস্তা রাজনীতি থেকে মুক্ত করতে চাই।

Related Articles

Back to top button
error: