টিডিএন বাংলা ডেস্ক : রাজ্যসভার নতুন সেক্রেটারি জেনারেল হচ্ছেন পি সি মোদি। তিনি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস-এর প্রাক্তন চেয়ারম্যান। এর আগে এই পদে ছিলেন পিপিকে রামাচেরুলু। পিসি মোদিকে নিযুক্ত করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। চুক্তিভিত্তিক এই পদে সামনের বছর ১০ আগস্ট পর্যন্ত থাকবেন তিনি। অন্যদিকে রাজ্যসভার সচিবালয়ের উপদেষ্টা পদে থাকছেন রামাচেরুলু। ১৯৮৩ সালে রাজ্যসভার সচিবালয় যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘ কর্মজীবনে সুনামের সঙ্গে কাজ করেছিলেন তিনি। ধীরে ধীরে পদোন্নতি। তাঁকে দায়িত্ব থেকে সরানোর জন্য কটাক্ষ করেছে কংগ্রেস।
সেক্রেটারি জেনারেল হবার পর একটিও সংসদীয় অধিবেশন পরিচালনা করেই সরে যেতে হল রামাচেরুলুকে। গতবছর পয়লা সেপ্টেম্বর ওই পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। ৭৩ দিনের মাথায় তাঁকে সরিয়ে ওই পদে বসানো হয়েছে মোদি ঘনিষ্ঠ পিসি মোদিকে। এই প্রথম একজন আইআরএস অফিসার নিয়োগ করা হলো রাজ্যসভায়।
এই নিয়োগ ঘিরে প্রশ্ন তুলেছে বিরোধীরা। রাজ্যসভার কংগ্রেস সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ অভিযোগ করেন, আশ্চর্যের কিছু নেই। রামাচেরুলু ছিলেন পুরোদস্তুর পেশাদার। পক্ষপাতহীন এবং এই পদের উপযুক্ত ব্যক্তি। মোদি জমানায় তাঁর করা তিনটি পাপ।” পরোক্ষে জয়রাম রমেশ অভিযোগ করেছেন নিজের পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার জন্যই সরে যেতে হল রামাচেরুলুকে। কেন্দ্রীয় সরকারের শীর্ষ স্তরের সঙ্গে পিসি মোদির ঘনিষ্ঠতার জন্যই তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে বিরোধী শিবিরের অভিযোগ। পিসি মোদির এই নিয়োগকে সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তাঁর ব্যাখ্যা, “একজন আইআরএস অফিসার কতখানি দক্ষতার সঙ্গে রাজ্য সভার অধিবেশন পরিচালনা করতে পারবেন, তা আমার জানা নেই।”