HighlightNewsরাজ্য

প্রকাশিত হল নতুন ভোটার তালিকা, রাজ্যে ভোটার সংখ্যা সাড়ে ৭ কোটি

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা : আজ প্রকাশিত হল রাজ্যের নতুন ভোটার তালিকা। ১৬ লক্ষ ১৩ হাজার ৭২১ জন নতুন ভোটারের নাম নথিভুক্ত হয়েছে এই তালিকায়। নতুন ভোটার বৃদ্ধির হার ১.৪৬ শতাংশ। রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের বুথ ভিত্তিক ভোটারদের নাম প্রকাশ পেয়েছে তালিকায়। ১ জানুয়ারি ২০২২-এর হিসাব অনুযায়ী যাঁদের ১৮ বছর বয়স পূর্ণ হয়েছে তাঁদের নাম নথিভুক্ত হয়েছে এই নতুন ভোটার তালিকায়। রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের বুথওয়াড়ি তথ্য ধরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে প্রকাশ করা হয় এই নতুন ভোটার তালিকা। নতুন ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৭৮ লক্ষ ৩৫১ জন এবং মহিলা ভোটার ৩ কোটি ৬৪ লক্ষ ৯৮ হাজার ৮১৭ জন। আর নতুন ভোটার হয়েছেন ১৬ লক্ষ ১৩ হাজার ৭২১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৬৪২ জন।

এছাড়া এবারের তালিকা থেকে নাম বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ১৭৮ জনের। নতুন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ১.৪৬ শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে। ভোটার তালিকা থেকে অনিচ্ছাকৃত ভাবে কারোর নাম বাদ পড়ে থাকলে তা সংযোজনের সুযোগ থাকছে বলে রাজ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে জানানো হয়েছে।

Related Articles

Back to top button
error: