দেশ

নিউইয়র্ক টাইমসের দাবি তদন্ত হোক, দাবি এডিটরস গিল্ডের

টিডিএন বাংলা ডেস্ক : পেগাসাস স্পাইওয়্যার নিয়ে বোমা ফাটিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। সরগরম দেশের রাজনীতি। মার্কিন সংবাদপত্রে প্রকাশিত দাবি তদন্তর দাবি করল এডিটরস গিল্ড। পেগাসাসকাণ্ডের তদন্তে যে কমিটি গড়েছে সুপ্রিম কোর্ট, তার কাছেই চিঠি দিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের তদন্ত দাবি করা হয়েছে।

এডিরস গিল্ড প্রেস বিবৃতিতে বলেছে, ২০১৭ সালেই ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস কিনেছিল ভারত। ইজরায়েলের সঙ্গে ২ বিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছিল নয়াদিল্লি। সেই চুক্তির অন্যতম ছিল পেগাসাস। এই খবর অত্যন্ত উদ্বেগের। এডিটরস গিল্ডের দাবি কমিটির প্রধান হিসাবে বিচারপতি রবীন্দ্রণ নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনটি খতিয়ে দেখুন ও তদন্ত করুক। যে চুক্তির কথা বলা হয়েছে তা নিয়ে জানতে কেন্দ্রীয় সরকার, সিএজি ও সংশ্লিষ্ট দফতরের সচিবদের হলফনামা জমার জন্য আদালত নির্দেশ দিক।’

চিঠিতে আরও বলা হয়েছে যে, “নিউইয়র্ক টাইমসের দাবি ভারত সরকারের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। স্পাইওয়্যার কেনা হলে তা ভারতীয় বিশিষ্টজন, সাংবাদিকদের নজরদারিকে কাজে লাগানো হয়েছিল কিনা? তা নিয়ে গোটাটাই ধোঁয়াশা। যা খুবই বিরক্তিকর।’ গিল্ডের আর্জি, সাক্ষীদের ডাকা ও তাঁদের প্রতিক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হোক।

Related Articles

Back to top button
error: