দেশ
টিকা নেওয়ার পরদিনই হাসপাতাল কর্মীর মৃত্যু, অভিযোগ পরিবারের
টিডিএন বাংলা ডেস্ক: টিকা নেওয়ার পরদিনই মৃত্যু হলো এক হাসপাতাল কর্মীর। ঘটনায় তোলপাড় উত্তরপ্রদেশের মোরাদাবাদে। মৃত ব্যক্তির নাম মহিপাল সিং। সর্বভারতীয় সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগে সুস্থ থাকলেও করোনা ভ্যাকসিন নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। তারপরেই মারা যান বলেই অভিযোগ পরিবারের। এদিকে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।