HighlightNewsদেশ

জ্ঞানবাপি মামলার পরবর্তী শুনানি ৪ জুলাই, মামলা শুনানি যোগ্য কিনা সে সম্পর্কে রায় জানাবে আদালত

টিডিএন বাংলা ডেস্কঃ জ্ঞানবাপি মামলার পরবর্তী শুনানি আগামী ৪ জুলাই। বারাণসীর জেলা বিচারক ডক্টর অজয় কৃষ্ণ বিশ্বেশের আদালতে এই মামলার পরবর্তী তারিখে মুসলিম পক্ষের যুক্তিতর্ক জারি থাকবে। মুসলিম পক্ষের শুনানি শেষ হলে হিন্দু পক্ষের যুক্তিতর্কের শুনানি শুরু হবে।

এদিন আদালতে হিন্দু পক্ষের দাবিতে আপত্তি জানায় মুসলিম পক্ষ। মা শ্রিংগার গৌরী সংক্রান্ত মামলাটি শুনানি যোগ্য নয় বলে দাবি করে, মুসলিম পক্ষ এদিন প্রায় দু’ঘণ্টা ধরে আদালতে তাদের যুক্তি উপস্থাপন করে। মুসলিম পক্ষের তরফ থেকে জ্ঞানবাপি মসজিদের ভিতরে পাওয়া শিবলিঙ্গ ও তার পূজা করার দাবি নিয়ে আপত্তি জানানো হয়। এদিন আদালত দুই পক্ষকে শর্তসাপেক্ষে জ্ঞানবাপি চত্বরের সমীক্ষার ভিডিও-ফটো রিপোর্ট সরবরাহ করার নির্দেশ দিয়েছে। এদিন বিচারক বলেন, এই রিপোর্ট প্রকাশ করা হবে না, এমন অঙ্গিকারবদ্ধ হলে তবেই ছবি-ভিডিও দেওয়া হবে।

Related Articles

Back to top button
error: