টিডিএন বাংলা ডেস্ক: উৎসবের মরসুমে রক্তঝরা বন্ধ নেই জম্মু-কাশ্মীরে। চলতি মাসে ১১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এদের প্রত্যেকেই সাধারণ নাগরিক। এবার এই খুনের তদন্তভার পেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। তাদের হাতেই দায়িত্ব তুলে দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও এরপরেও আতঙ্কে রয়েছে পরিযায়ী শ্রমিকরা।
কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রক। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর বাড়ি যান। নরেন্দ্র মোদির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। জম্মু কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে ইতিমধ্যে গিয়েছেন সেনাপ্রধান মুকুন্দ নারাভানে। পাশাপাশি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ-এর শীর্ষ কর্তারা কাশ্মীরে গিয়েছেন। তার মধ্যে অন্যতম তপন ডেকা। তিনি যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। সামনের সপ্তাহে কাশ্মীর যাচ্ছেন অমিত শাহ। তার সফরে যাতে কোনও বিঘ্ন না ঘটে, সেই জন্য এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর গতকালের বৈঠক ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেরই প্রশ্ন তাহলে কি কাশ্মীর নিয়ে সরকার কোনও বড় পদক্ষেপ করতে চলেছে? সূত্রের খবর, সোমবারের নিরাপত্তা বৈঠক এবং কাশ্মীরের সার্বিক পরিস্থিতি নিয়ে মোদিকে রিপোর্ট দিয়েছেন শাহ।