Highlightঅন্যান্যরাজ্য

রাজ্যে জেলার সংখ্যা ২৭ থেকে বৃদ্ধি পেয়ে ৪৬ টি হতে চলেছে!

টিডিএন বাংলা ডেস্ক: বর্তমানে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা ২৭ টি। কিন্তু খুব শিঘ্রই সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৬ টি হতে চলেছে! এমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজের সুবিধার্থে বড়ো জেলাগুলিকে ভেঙে দেওয়ার পক্ষপাতি ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জেলাগুলি তুলনায় অনেক বড়। সে গুলিকে ভাগ করার প্রয়োজন রয়েছে। সেই মত ইতিমধ্যেই দার্জিলিংকে ভেঙ্গে কালিম্পং, পশ্চিম মেদিনীপুরকে ভেঙ্গে ঝাড়গ্রাম, বর্ধমানকে ভেঙে দুটি জেলা করা হয়েছে। এখন প্রশাসনিক লেবেলে দুই ২৪ পরগনাকে ভেঙে পাঁচটি জেলা করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে।

এদিন রাজ্যের জেলা বৃদ্ধির কথা বলতে গিয়ে বিহারের উদাহরণ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিহারে প্রচুর জেলা। আমাদেরও এভাবে জেলা ভাগ করে কাজ করতে হবে। তবে ৪৬ টি জেলা করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো রাজ্যের হাতে থাকলেও সেই পরিমাণ অফিসার নেই। কারণ এত গুলো নতুন জেলা করতে গেলে তা পরিচালনার জন্য অনেক আমলা ও আধিকারিক প্রয়োজন। আর সে কারণেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডব্লিউবিসিএস ও আইএএস অফিসারের অভাব নিয়ে কেন্দ্রের ভ্রান্ত ক্যাডার নীতির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কেন্দ রাজ্যের জন্য যে পরিমাণ আইএএস ও আইপিএস অফিসার নির্ধারিত করেছে তা প্রশাসনিক প্রয়োজনের তুলনায় খুবই কম। বর্তমানে এ রাজ্যে অনুমোদিত আইএএস-এর পদ আছে ৩৭৫ টি। কিন্তু বর্তমানে আছে মাত্র ২৮৫ জন।

Related Articles

Back to top button
error: